আক্রমনেরলক্ষণ
- ভোমরা পোকার কীড়া আমের গায়ে ছিদ্র করে ভিতরে ঢুকে শাঁস খায়।
- সাধারণত কচি আমে ছিদ্র করে এরা ভিতরে ঢুকে এবং ফল বড় হওয়ার সাথে
- ছিদ্রটি বন্ধ করে দেয় এ জন্য বাইরে থেকে আমটি ভাল মনে হলেও ভিতরে কীড়া পাওয়া যায়।
দমনব্যবস্থাপনা
- আম গাছের মরা ও অতিরিক্ত পাতা শাখা এবং পরগাছা কেটে ফেলতে হবে।
- সবিক্রন ৪২৫ ইসি- গাছে ফল আসার ১-২ সপ্তাহ পর প্রতি লিটার পানিতে ২ এমএল সবিক্রন মিশিয়ে ভালভাবে গাছ ভিজিয়ে সেপ্র করুন।