সার ব্যবসহাপনা

  • রসুন চাষে হেক্টর প্রতি সারের পরিমাণ হলো-গোবর ১০টন, ইউরিয়া ২০০ কেজি, টিএসপি ১২৫ কেজি, এমওপি ১০০ কেজি, গ্রোজিন ৭.৫ কেজি, ম্যাগমা (ম্যাগনেশিয়াম সালফেট) ১৫ কেজি ও বিংগো ২.৫ কেজি।
  • জমি তৈরির সময় গোবর, টিএসপি, গ্রোজিন, ম্যাগমা ও বিংগো মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
  • রসুন লাগানোর ৩০ দিন ও ৬০ দিন পর যথাক্রমে ১ম ও ২য় কিস্তির উপরি সার প্রয়োগ করা হয়।
  • প্রতি কিস্তিতে হেক্টরে ১০০ কেজি ইউরিয়া ও ৫০ কেজি এমওপি সার প্রয়োগ করা হয়।