রাইজম রট

(Plythium aplanidermatum)

ক্ষতিরলক্ষন

এ রোগ রাইজমে আক্রমণ করে বলে আদা বড় হতে পারে না।

  • প্রথমে পাতা হলুদ হয়ে যায় কিন্ত পাতায় কোন দাগ থাকে না।
  • পরবতীতে গাছ ঢলে পড়ে ও শুকিয়ে মরে যায়।
  • রাইজম (আদা) পচে যায় ও ফলন মারাত্মক ভাবে কমে যায়।

দমনব্যবস্থাপনা

  • অর্ধপচা মুরগীর বিষ্টা প্রতি হেক্টরে ১০ টন হারে আদা লাগানোর ২১ দিন পূর্বে মাটিতে প্রয়োগ করতে হবে।
  • অনুমোদিত ছত্রাক নাশক মাটি হালকা কুপিয়ে মাটিতে সেপ্র করতে হবে।