পামরী পোকা

লক্ষন সমূহ

  • পূর্ন বয়স্ক পামরী পোকা পাতার উপরের সবুজ অংশ এমনভাবে কুড়ে কুড়ে খায় যে শুধু পর্দাটাই বাকী থাকে।
  • কীড়াগুলো পাতার দুই পর্দার মধ্যে সুড়ঙ্গ করে সবুজ অংশ খেয়ে ফেলে। অনেকগুলি কীড়া এভাবে খাওয়ার ফলে পাতা শুকিয়ে যায়। কীড়া ও পুত্তলী সুড়ঙ্গের মধ্যেই থাকে।

সমাধানঃ

  • সম্মিলিতভাবে একযোগে হাতজাল দিয়ে পূর্নবয়স্ক পোকা ধরে মেরে ফেলা।
  • আক্রান্ত ক্ষেতের পাতা গোড়া থেকে ২ ইঞ্চি উপরে কেটে পাতাগুলে নষ্ট করা।
  • ৩৫% ভাগ পাতা ক্ষতিগ্রস্থ হলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করুন।