জমি তৈরী

জমি তৈরিঃ 

  • পাওয়ার  টিলার হলে  ২-৩ টি
  • ট্রাক্টর হলে ২ টি চাষ দিন
  • গরুর লাঙল হলে ৪-৫ টি আড়াআড়ি চাষ দিন
  • মই দিয়ে জমি সমান করুন এবং
  • আইলের ধার কুপিয়ে দিন

সার প্রয়োগঃ 

ভালোভাবে চাষ দিয়ে শেষ চাষের আগে - টিএসপি, এমপি, ইউরিয়া এবং গ্রোজিন, ম্যাগমা ও বিংগো ব্যবহার করতে হবে। টিএসপি, এমপি, ইউরিয়া ও গোবর সারকে গাছের গ্রহণ উপযোগী করার জন্য গ্রোজিন ব্যবহার করা অত্যন্ত জরুরী। গ্রোজিন ব্যবহার করলে ধান গাছ নিম্নলিখিত ভাবে উপকৃত হয়।

  • শোষিত খাদ্য হজম করতে সহায়তা করে
  • কচি পাতার কিনারা সাদা হওয়া বন্ধ করে
  • পাতা হলদে বা বিবর্ণ হওয়া থেকে রক্ষা করে
  • গাছের সুষম বৃদ্ধি নিশ্চিত করে

ব্যবহারবিধি ও মাত্রাঃ

শেষ চাষে একর প্রতি ৩ কেজি গ্রোজিন সমান ভাবে ছিটিয়ে দিতে হবে।