চারা তৈরী

 

জমি তৈরি ও গর্ত খনন

  • জমি ভালভাবে গভীর করে চাষ করে নিতে হবে।
  • চারা রোপনের ১ মাস আগে ৬-৭ ফুট দুরে দুরে ২ ফুট × ২ ফুট ×২ ফুট আকারের গর্ত খনন করতে হবে।
  • গর্তে গোবর ও টিএসপি সার মাটির সাথে মিশিয়ে গর্ত বন্ধ করেরাখতে হবে।

রোপনের সময়

কলার চারা বছরে ৩ মৌসুমে রোপন করা যায়

  • প্রথম রোপন : আশ্বিন-কার্তিক (মধ্য †m‡Þম্বi-ga¨ b‡fম্বi)
  • দ্বিতীয় রোপন : মাঘ-ফাল্গুন (মধ্য জানুয়ারী-মধ্য মার্চ)
  • তৃতীয় রোপন : চৈত্র-বৈশাখ (মধ্য মার্চ-মধ্য মে)