গান্ধী পোকা

লক্ষন সমূহ

  • পূর্ন বয়স্ক গান্ধী পোকা ধানের পাতা ও শীষের উপর সারি করে ডিম পাড়ে।
  • পূর্ন বয়স্ক পোকা বা বাচ্চা পোকা উভয়ই ধানের দানা আক্রমন করে। ধানের দানায় যখন দুধ সৃষ্টি হয় তখন আক্রমন করলে ধান চিটা হয়ে যায়।
  • সবুজ রংয়ের বাচ্চা এবং পূর্ন বয়স্ক গান্ধী পোকার গা থেকে বিশ্রি দুর্গন্ধ বের হয়।
  • ধানের মান খারাপ হয়, মাড়াইয়ের সময় চাল ভেঙ্গে যায়।

সমাধান:

  •  হাত জালের সাহায্যে গান্ধী পোকা সংগ্রহ করে মেরে ফেলা।
  • কেরোসিন ভিজানো দড়ি আক্রান্ত ক্ষেতে আড়াআড়িভাবে টেনে পোকা দমন করা।
  • প্রতি গোছায় ২-৩ টি গান্ধী পোকা দেখা দিলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা