আমের এনাথ্রাকনোজ

(Colletotrichum gloeosporioides)

  • প্রথমে নরম কান্ডে ও পাতায় বিভিন্ন আকৃতির গাঢ় বাদামী দাগ পড়ে এবং কান্ডের অগ্রভাগে, পাতার মুকুলে ও ফলে আক্রমন করে।
  • পাতায় মরা দাগ, ডগায় লম্বা কাল দাগ, পুষ্প মঞ্জুরীর বোটায় ক্ষুদ্র কাল দাগ পড়ে। মুকুল কাল হয়ে শুকিয়ে ঝরে যায়।
  • কাচা পাকা উভয় আমেই কাল দাগ পড়ে এবং দ্রুত পচে যায়।
  • ফুল ফোটর সময় বৃষ্টি বা মেঘাচ্ছন্ন / কুয়াশাযুক্ত আবহাওয়ায় এ রোগের প্রকোপ বৃদ্ধি পায়।
  • আমের গুটি নষ্ট হয়ে ফলন মারাত্মকভাবে কমে যায়। আক্রান্ত পরিনত আমে কাল কুৎসিত দাগ দেখা যায়।

দমনব্যবস্থাপনা

  • আমের মৌসুম শেষে গাছের মরা ডালপালা কেটে পুড়ে ফেলতে হয়।
  • টিল্ট ২৫০ ইসি- গাছে মুকুল আসার পর প্রতি লিটার পানিতে ০.৫ এমএল হারে টিল্ট মিশিয়ে ফুট পাম্পের সাহায্যে ভালভাবে গাছ
  • ভিজিয়ে সেপ্র করতে হয়।
  • আক্রমনের মাত্রা বেশী হলে ১৫ দিন পর পর একই নিয়মে সেপ্র করুন।