টুংরো ভাইরাস

লক্ষন সমুহ:

  • এ রোগ হলে ধান গাছের বাড়তি কমে যায় ও কুশীর সংখ্যা কম হয়।
  • পাতার খোল ও পাতা উভয়ই খাট হয়।
  • কচি ও প্রসারিত পাতা খোলের মধ্যে আটকে যায়, পাতা মোচড় খেয়ে উঠে।
  • বয়স্ক পাতার আগার দিক থেকে পাতার রং সবুজ থেকে হালকা হলুদ ও কমলা হলুদ থেকে বাদামী হলুদ হয়ে যায়।
  • কচি পাতা প্রায়ই নানা বর্নের হয় বা পাতার শিরা বরাবর ফ্যাকাশে সবুজ থেকে সাদা লম্বা রেখা দেখা যায়।
  • গাছের বয়স বৃদ্ধির সাথে পাতার হলদে রং বদলায়।
  • ধানের ছড়া সম্পূর্ণ বের হয় না, ছোট হয় ও ধান চিটা হয়।