সরুবাদামী দাগ

লক্ষন সমুহ

  • পাতার মধ্যে ছোট, সরু ও চিকন লম্বা-লম্বি বাদামী দাগ খোলা বীজের বোটায় এবং ধানের তুষের উপর হতে পারে।
  • লম্বা দাগগুলো পাতার শিরার সমান্তরালে থাকে।
  • দাগের কেন্দ্র হালকা রংয়ের এবং সরু।
  • সাধারনত এই দাগ লাল বাদামী এবং দাগের কিনারা বাদামী রংয়ের হয়ে যায়।

সমাধানঃ অনুমোদিত ছত্রাকনাশক মাত্রা অনুযায়ী ব্যবহার করুন।