শিমের ফলছিদ্রকারী পোকা

(Legume pod Borer)(Maruca testulalis)

ক্ষতিরলক্ষণ

  • শিমের উপর গোলাকার ছিদ্রই হল এ পোকার আক্রমণের প্রধান লক্ষণ।
  • ডিম থেকে কীড়া (লার্ভা) বের হয়ে ফুল, ফুলের কুড়ি ও কচি ফল ছিদ্র করে ভিতরে ঢোকে।
  • ভিতরের শাঁস খেয়ে নষ্ট করে, ফলে আক্রান্ত শিম কুঁকড়ে যায় এবং ঝরে পড়ে।
  • অধিক আক্রমণ হলে শিমের ভিতরে ময়লাসহ কীড়া পাওয়া যায়।

দমনব্যবস্থাপনা

  • আক্রান্ত শিম ও ফুল কীড়াসহ সংগ্রহ করে নষ্ট করে ফেলা।
  • প্রোক্লেম ০৫ এসজি- ১ গ্রাম/লিটার পানি, প্রয়োজনীয় পানির সাথে আনুপাতিক
  • হারে প্রোক্লেম মিশিয়ে ভালভাবে গাছ ভিজিয়ে সেপ্র করুন এবং ৫-৭ দিন অন্তর
  • পুনরায় সেপ্র করতে হবে।