সার ব্যবসহাপনা

  • প্রতি হেক্টরে গোবর ৪-৬ টন, ইউরিয়া, ২০০-২৪০ কেজি, টিএসপি ১৭০-১৯০ কেজি, এমওপি ১৬০-১৮০ কেজি, জিপসাম ১০৫-১২০ কেজি ও গ্রোজিন ৭.৫ কেজি, ম্যাগমা ১৫ কেজি এবং বিংগো ২.৫ কেজি।
  • জমি তৈরির সময় গোবর, টিএসপি, জিপসাম, গ্রোজিন, ম্যাগমা, বিংগো ও ৮০ কেজি এমওপি সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
  • কন্দ লাগানোর ৫০-৬০ দিন পর হালকাভাবে ভেলী কুপিয়ে ১০০-১২০ কেজি ইউরিয়া প্রয়োগ করে আবার ভেলী করতে হয়।
  • ১ম কিস্তির ৫০-৬০ দিন পর দ্বিতীয় কিস্তি এবং আরও ৫০-৬০ দিন পর তৃতীয় কিস্তির সার উপরি প্রয়োগ করতে হয়।
  • ২য় ও ৩য় কিস্তির উপরি সার হিসেবে প্রতি হেক্টরে প্রতিবারে ৫০-৬০ কেজি ইউরিয়া ও ৪০-৪৫ কেজি এমওপি সার প্রয়োগ করতে হয়।
  • ২য় ও ৩য় কিস্তির সার সারির মাঝে প্রয়োগ করে কোঁদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং সামান্য মাটি ভেলীতে দিতে হবে।