সার ব্যবসহাপনা

কেজি/একর:-

  • ভূট্টার জীবনকালের কোন পর্যায়ে খাদ্য উপদানের ঘাটতি হলে ফলন কমে যায়। জমির উর্বরতাভেদে সারের মাত্রার তারতম্য হতে পারে।
  • ইউরিয়া ২০০-২২০ কেজি, এমপি ৯০-১০০ কেজি, জিপসাম ৬০-৭০ কেজি, গ্রোজিন ৩ কেজি, ম্যাগমা ৬ কেজি, বিংগো ১ কেজি, গোবর ২০০০ কেজি।
  • ভূট্টা গাছকে সুস্থ রাখতে ও অধিক ফলনের জন্য চারা রোপনের ২০-৩০ দিনের মধ্যে একর প্রতি ৩ কেজি হারে থিয়োভিট প্রয়োগ করুন। ইউরিয়া এক তৃতীয়াংশ (৭৫ কেজি) ও অন্যান্য সব সার শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে দিতে হবে।

সারপ্রয়োগেরনিয়ম:

      • বাকী ইউরিয়ার অর্ধেক (৭৫ কেজি) গাছের ৮ পাতা অবস্থায় প্রয়োগ করতে হবে।
      • ইউরিয়ার বাকী অংশ (৭৫ কেজি) গাছের ১২ পাতা অবস্থায় প্রয়োগ করতে হবে।
      • সারির পাশে গাছের গোড়া হতে ৪-৬ ইঞ্চি দূরে ইউরিয়া ছিটিয়ে গোড়ায় মাটি দিয়ে ঢেকে দিতে হবে।
      • সারের উপরি প্রয়োগের সময় জমিতে রস থাকা প্রয়োজন।