ফসল সংগ্রহ

  • সাদা রঙ ও আঁটো সাঁটো থাকতে থাকতেই ফুলকপি তুলে ফেলা উচিত।
  • মাথা ঢিলা ও রঙ হলদে ভাব ধরলে দাম কমে যায়।
  • ফুলকপির ফলন নির্ভর করে জাত, রোপনের সময় ও ফসলের যত্নের উপর।
  • একর প্রতি ফলন ১৫-২০ টন।