ফসল সংগ্রহ

  • বীজ বপনের ৩০-৩৫ দিনের মধ্যে গাছে ফুল আসতে শুরু করে।
  • ফুল ফোটার ১৫-২০ দিনের মধ্যে ফল সবজি হিসাবে আহরণের উপযুক্ত হয়।
  • কচি ও পুষ্ট উভয় অবস্থায়ই শসা তোলা হয়। ফল ধরতে আরম্ভ করলে ৩/৪ দিন অন্তর শসা তোলা দরকার।
  • সামান্য বোটা সহ কেটে বা ফলের সঙ্গে যুক্ত স্থানে বোটা ভেঙ্গে শসা তোলা হয়।
  • গাছে ফল পাকতে দিলে গাছের বৃদ্ধি ও নূতন ফল ধরা বাঁধা প্রাপ্ত হয়। পাকা শসা হলদে বা লাল বাদামি রং হয়।