ফলের মাছি পোকা

(Bactrocera cucurbitae)
<!--[if !supportLineBreakNewLine]-->

ক্ষতির লক্ষণ

  • স্ত্রী মাছি কচি ফলে ডিম পাড়ে।
  • ডিম ফুটে কীড়াগুলো বের হয়ে ফলের শাস খায় এবং ফল পচে যায় ও অকালে ঝরে পড়ে ।

দমন ব্যবস্থাপনা

  • আক্রান্ত ফল সংগ্রহ করে মাটিতে পুতে ফেলতে হবে।
  • অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে।