পাতা ঝলসানো রোগ

(Helminthosporium turcicum)

রোগেরলক্ষণ

  • আক্রান্ত গাছের নীচের দিকের পাতায় লম্বাটে ধূসর বর্নের দাগ দেখা যায় এবং পরবর্তিতে গাছের উপরের অংশে ছড়িয়ে পড়ে। 
  • রোগের প্রকোপ বেশী হলে পাতা আগাম শুকিয়ে যায় ও মরে যায়।

দমনব্যবস্থাপনা

  • অনুমোদিত ছত্রাকনাশক নির্ধারিত মাত্রায় প্রয়োগ করতে হবে।
     
  • রোগের প্রকোপ বেশী হলে একই মাত্রায় ৭ দিন পর পর সেপ্র করুন।