পানি পাইপ

ধান ক্ষেতে সেচের সময় নিরুপনের জন্য ৩০ সে.মি. লম্বা ও ১০ সে.মি ব্যাস বিশিষ্ট একটি পিভিসি পাইপ নিন ।

উপরের ছিদ্রহীন ১০ সে.মি. মাটির উপর থাকবে ।

নীচের ছিদ্রযুক্ত ২০ সে.মি. মাটির নীচে থাকবে ।

ধান লাগানোর দিনই পানি পাইপ স্থাপন করুন ।

একই সমান্তরাল জমির জন্য বিঘাপ্রতি ১ টি পানি পাইপ স্থাপন করুন ।

পানি পাইপের ভিতর থেকে তলা পর্যন্ত কাদা মাটি সরিয়ে ফেলুন এবং সব সময় পরিষ্কার রাখুন ।

  • বিশেষ করনীয়
  • চারা রোপনের পর পরবর্তী ৪০ দিন পর্যন্ত জমিতে অবশ্যই ২-৩ ইঞ্চি দাড়ানো পানি রাখুন ।
  • এরপর পানি পাইপের উপর থেকে পর্যবেক্ষন করতে থাকুন। দেখবেন পানি পাইপের ভিতরের পানি দিন দিন নীচের দিকে যাচ্ছে ।
  • যে দিন উপরে থেকে পানি পাইপের তলদেশের মাটি দেখা যাবে, সে দিনই পরবর্তী সেচ দিন ।
  • ফুল আসার শুরু থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত অবশ্যই ১-২ ইঞ্চি দাড়ানো পানি রাখুন।
  • মৌসুম শেষে পরবর্তীতে ব্যবহারের জন্য পানি -পাইপ তুলে রাখুন।

উপকারিতা

  • সেচ খরচ সাশ্রয় ২০% - ৩০%
  • খাদ্য,পানি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে।