পানি ব্যবস্থাপনা

  • চারা রোপনের পর জমিতে পরবর্তী ৪০ দিন পর্যন্ত অবশ্যই ২-৩ ইঞ্চি দাড়ানো পানি রাখুন।
  • কাইচ থোড় অবস্থা থেকে দানা শক্ত হওয়া পর্যন্ত সময় (১৫ দিন) জমিতে অবশ্যই ১-২ ইঞ্চি দাড়ানো পানি রাখুন।
  • এ ছাড়া পর্যায়ক্রমে সেচ দেয়া ও জমি শুকানোর জন্য পানি পাইপ প্রযুক্তি ব্যবহার করুন।