নাবি ধবসা

(Late blight) (Phytophthora infestans)

রোগেরলক্ষণ

  • যে কোন বয়সের গাছ এ রোগে আক্রান্ত হতে পারে তবে ফুল আসার সময় বেশী (জানুয়ারি মাসে) আক্রমণ করে।
  • প্রথমে পাতায় ফ্যাকাশে সবুজ রঙের দাগ পড়ে এবং দ্রুত তা বাদামী রঙ ধারণ করে পুরো পাতাই ঝলসে দেয়।
  • সাধারণত: পাতার আগা ও কিনারা থেকে এই ঝলসানো শুরু হয়। গোড়ার দিকের পাতা প্রথমে আক্রান্ত হয়।
  • টমেটোর কান্ড ও ফলেও এ রোগ ক্ষতি করে। কান্ড ও ফলে বাদামী দাগ পড়ে আক্রান্ত অংশ ঝলসে যায়।
  • আক্রান্ত ফল টিপ দিলে শক্ত মনে হয়।

অনুকুলপরিবেশ

  • মেঘাচ্ছন্ন আকাশ বা গুড়ি গুড়ি বৃষ্টি হলে এ রোগের আক্রমণ শুরু হয় এবং ৩-৪ দিনের মধ্যেই সব গাছ আক্রান্ত হয়।
  • শুষ্ক আবহাওয়ায় এ রোগ ধীরে ধীরে বাড়ে এবং আক্রান্ত পাতা শুকিয়ে কুঁকড়ে আসে ও মচমচে হয়ে যায়। 

দমনব্যবস্থাপনা

  • রোগমুক্ত সুস্থ বীজ বপন করা। সম্ভব হলে বীজ শোধন করে নেয়া। আক্রান্ত ফল ও গাছ তুলে ধ্বংস করা।
  • অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা, ঘন করে চারা রোপণ না করা, সুষম ও অধিক জৈব সার প্রয়োগ করা।
  • ক্ষেতে রোগের উপস্থিতি ও রোগ বিস্তারের অনুকূল আবহাওয়া থাকলে অনুমোদিত মাত্রায় রিডোমিল গোল্ড ৬৮ ডাব্লিউজি প্রয়োগ
  • করা (প্রতি লিটার পানিতে ৫ গ্রাম হারে রিডোমিল মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে সেপ্র করতে হবে)।