মোজাইক রোগ

(Mosaic)(Potato virus Y. Tomato masaic virus)

 রোগেরলক্ষণ

  •  বীজ গজানোর পর বীজপত্র হলুদ হয়ে যায় এবং পরে চারা নেতিয়ে পড়ে।
  •  বয়স্ক গাছে প্রথমে ডগার মাথায় কচি পাতায় হলুদ সবুজ ছোপ ছোপ
  •  মোজাইকের মত দাগ দেখা যায়।
  •  অসম আকারের দাগগুলো দ্রুত বেড়ে সম্পূর্ন পাতায় ছড়িয়ে পড়ে।
  •  আক্রান্ত পাতা ছোট, বিকৃত, নীচের দিকে কোঁকড়ানো ও বিবর্ণ হয় 
  •  এমনকি শিরা-উপশিরাও হলুদ হয়ে যায়।
  •  লতার পর্বমধ্য খাটো হয়ে যাওয়ার ফলে গাছ খাটো হয়ে যায়।
  •  সাধারনতঃ ফুল ও ফল ধরেনা। ধরলেও কচি ফল খসখসে,ছোট
  •  ও ফুটকি দাগযুক্ত, মাঝে মাঝে ফলের রং সাদা হয়।
  •  অধিক আক্রমনে পাতা ও গাছ মরে যায়।
  •  সাদা মাছি দ্বারা এ রোগ ছড়ায়। তাই ক্ষেতে সাদা মাছি থাকলে রোগ
  •  বেশি হয়।

 দমনব্যবস্থাপনা

  •  আক্রান্ত- গাছ দেখলেই প্রাথমিকভাবে তা তুলে ধবংস করতে হবে।
  •  ক্ষেতের আগাছা পরিস্কার রাখুন।
  •  সাদা মাছি দমনের জন্য-অনুমোদিত কীটনাশক মাত্রানুযায়ী প্রয়োগ
  •  করুন।