মোজাইক

(CMV)

রোগেরলক্ষণ

  • কচি চারার বীজপত্র হলুদ হয় এবং চারা নেতিয়ে পড়ে। কচি ডগা জটলার মত দেখায়।
  • আক্রান্ত পাতা ছোট, বিবর্ণ, বিকৃত ও নীচের দিকে কুঁকড়ানো হয় এবং শিরা-উপশিরাও হলুদ হয়ে যায়।

দমনব্যবস্থাপনা

  • আক্রান্ত গাছ তুলে ধ্বংস করতে হবে।
  • ক্ষেত আগাছা মুক্ত রাখতে হবে।
  • বাহক পোকা সাদা মাছি দমন করতে হবে (অনুমোদিত কীটনাশক মাত্রানুযায়ী প্রয়োগ করতে হবে)