কলার সিগাটোকা রোগ দমন


 (Mycosphaerella nusicola)

রোগের লক্ষণ

  • সবুজ পাতার মধ্যে হলুদ ফোটা ফোটা দাগ অথবা পাতায় কালো
  • ফোটা ফোটা অথবা পাতায় সরু আড়াআড়ি দাগ দেখা যায়।
  • এ রোগের আক্রমনে প্রাথমিকভাবে ৩য় বা ৪র্থ পাতায় ছোট ছোট হলুদ
  • দাগ দেখা যায়। 
  • ধীরে ধীরে দাগগুলো বড় হয়ে বাদামী রঙ ধারণ করে। 

দমন ব্যবস্থাপনা

  • আক্রান্ত গাছের পাতা পুড়ে ফেলতে হয়।
  • টিল্ট ২৫০ ইসি /স্কোর ২৫০ ইসি- রোগের লক্ষন দেখা মাত্রই প্রতি
  • ১০ লিটার পানিতে ৫ এমএল টিল্ট/স্কোর মিশিয়ে ৫ শতাংশ জমিতে
  • ভালভাবে গাছ ভিজিয়ে ১৫ দিন পর পর স্প্রে করতে হবে।