কলার পাতা ও ফলের বিটল পোকা


(Colaspis hypochlora)

ক্ষতির লক্ষণ

  • কলার পাতা ও ফলের বিটল পোকা কচি পাতায় হাটাহাটি করে এবং
  • সবুজ অংশ নষ্ট করে। ফলে সেখানে অসংখ্য দাগের সৃষ্টি হয়।
  • কলা বের হওয়ার সময় হলে পোকা মোচার মধ্যে ঢুকে কচি কলার উপর হাটাহাটি করে এবং রস চুষে খায়।
  • কলার গায়ে বসন্ত রোগের মতো দাগ হয়।

দমন ব্যবস্থাপনা

  • পোকা আক্রান্তমাঠে বারবার কলা চাষ করা যাবে না।
  • কলার মোচা বের হওয়ার সময় ছিদ্র বিশিষ্ট পলিথিন ব্যাগ ব্যবহার করে এ পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।
  • একতারা ২৫ ডব্লিউজি- আক্রমণের তীব্রতা বেশি হলে ২.০ গ্রাম একতারা প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ভালভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে।