কান্ড পচা

(Phithium aphanidermatum)

রোগেরলক্ষণ

  • এ রোগের আক্রমনে প্রাথমিক লক্ষণ হিসাবে গাছের কাণ্ড পচে যায় এবং গাছ মাটিতে ভেঙ্গে পড়ে।
  • খরিপ মৌসুমে এই রোগ বেশী হয়। এছাড়া জমিতে নাইট্রোজেনের পরিমান বেশী হলে ও পটাশের পরিমান কম হলে এই রোগ হয়।

দমনব্যবস্থাপনা :

  • অনুমোদিত ছত্রাক নাশক মাত্রানুযায়ী প্রয়োগ করুন।