এনথ্রাকনোজ বা ফলপচা

(Anthracnose)(Colletotrichum melogenae, C. capsici, Lindeimuthianum sp.)

রোগেরলক্ষণ

  • বীজ বাহিত এই রোগ হলে পরিনত ফলে ছোট গোলাকার জলবসা কালো দাগ পড়ে এবং ধীরে ধীরে বাড়তে থাকে।
  • দাগগুলো পরে কুঁচকে যায় ও গাঢ় রং ধারণ করে। অনেক সময় আক্রান্ত ফল বোঁটা থেকে খসে ঝরে পড়ে।
  • পাতায় হলে ছোট, বৃত্তাকার বাদামী দাগ ও তার চারপাশে হলুদাভ বলয় দেখা যায়।
  • আক্রান্ত বীজ অনেক সময় বেরিয়ে আসে।
  • ফল কাটলে আক্রান্ত -খোসা বা দাগের নীচের পাশে অসংখ্য ছত্রাক বীজানু দেখা যায়।

দমনব্যবস্থাপনা

  • ঝরণা দিয়ে গাছে পানি সেচ না দেয়া।
  • এই রোগ দমনের জন্য অনুমোদিত ছত্রাকনাশক মাত্রানুযায়ী ব্যবহার করা।