চারা ধ্বসা রোগ

(Damping off)(Pythium debaryanum)

রোগেরলক্ষণ

  • বীজতলায় চারা গজানোর পর থেকে মূল ক্ষেতে চারা রোপণ পর্যন্ত এ রোগের আক্রমণ হয়ে থাকে।
  • অংকুরিত বীজের বীজপত্র, কান্ড এবং শিকড় নষ্ট করে দেয়।
  • আক্রান্ত চারার গোড়ায় বাদামী জলবসা দাগ কান্ডকে ঘিরে থাকতে দেখা যায়।
  • চারা প্রথমে হালকা সবুজ হয়ে ঢলে যায় এবং আক্রান্ত স্থান পচনের ফলে ২-৪ দিনের মধ্যে সম্পূর্ণ চারাটিই মরে যায়।
  • বীজ অংকুরিত হওয়ার পর চারা মাটির উপরে ওঠার আগেও এ রোগ দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হতে পারে।

দমনব্যবস্থাপনা

  • আক্রান্ত জমিতে শস্য পর্যায় অবলম্বন করতে হবে।
  • ২৫০-৩০০ কেজি/হেক্টর হারে সরিষা খৈল প্রয়োগ করেও সুফল পাওয়া যায়।
  • ঢলে পড়া চারা দেখা মাত্রই তুলে তা ধ্বংস করতে হবে।
  • পর্যাপ্ত পরিমাণে জৈব সার ও পরিমিত ইউরিয়া ব্যবহার করা।
  • জমি সব সময় আর্দ্র বা ভিজা না রাখা এবং পানি নিকাশের ব্যবস্থা রাখা।
  • শোধনকৃত বীজ বপন করা।