বীজতলা

মাঝারী উচু দো-আশ ধরনের মাটি যা পানিতে ডুবে না এবং সূর্যের আলো পড়ে এমন খোলামেলা জায়গা বীজতলার জন্য নির্বাচন করুন।

  • ভালভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করে সেচ ও মই দিয়ে জমি সমান করে নিতে হবে।
  • প্রতিটি বীজতলার প্রস্থ হবে ২ থেকে ৩ হাত।
  • দুইটি পাশাপাশি বীজতলার মধ্যে ১ হাত চওড়া এবং ৬ ইঞ্চি গভীর নালা থাকতে হবে।
  • এরপর বীজতলার জন্য তৈরি জমিতে ক্রুজার দিয়ে শোধন করা অঙ্কুরিত বীজ সমানভাবে ছিটিয়ে দিন।
  • বেরো মৌসুমে মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত বীজতলায় বীজ বপন করা যায়।
  • প্রতি শতাংশ বীজতলায় ২.৫ কেজি বীজ পাতলা করে বুনতে হবে।
  • ৫ শতাংশের বীজতলা থেকে উৎপন্ন চারা দিয়ে ১ একর জমি রোপন করা যায়।
     

বীজতলার যত্ন

চারা উঠানো এবং বহন