বীজতলা

  • প্রতি ১০ গ্রাম বীজের জন্য ৩ ফুট চওড়া ও ২০ ফুট jম্বা নার্সারী বেড দরকার।
  • বীজ বপনের ৭-১০ দিন পূর্বে প্রতি বেডে ১০০-১৫০ গ্রাম টি.এস.পি, ১০০ গ্রাম ইউরিয়া, ১০০ গ্রাম এমপি, ৫০ গ্রাম জিপসাম ও পর্যাপ্ত গোবরসার প্রয়োগ করে মাটি ভালভাবে কুপিয়ে সমান করতে হবে।
  • লাইন থেকে লাইন ২ ইঞ্চি এবং বীজ থেকে বীজ ১ইঞ্চি দূরত্বে বপন করতে হবে।
  • আর্দ্রতা বজায় রাখার জন্য খড় দিয়ে বীজতলা ঢেকে দিন এবং অংকুর বের হলে ৩/৪ দিন পর খড় সরিয়ে ফেলুন।
  • ৩/৪ দিন পর পর প্রয়োজন অনুসারে ঝরণার সাহায্যে বীজতলায় হালকা সেচ দিন।