বীজতলা

  • সরাসরি জমিতে বীজ বুনে ও চারা রোপন করে টমেটো চাষ করা যায়।
  • দ্রুত ও ভাল ফলন পেতে বীজতলায় চারা তৈরি করে মূল জমিতে লাগানো উচিৎ।
  • রোদযুক্ত উঁচু জায়গায় পরিস্কার করে ভালভাবে মাটি চাষ দিয়ে সমতল করে বীজতলা তৈরি করতে হবে।
  • প্রতি ১০ গ্রাম বীজের জন্য ৪ ফুট চওড়া ও ২০ ফুট jম্বা নার্সারী বেড দরকার।
  • ছিটিয়ে বপনের জন্য সাধারণত: প্রতি বর্গমিটার বীজতলার জন্য ১০০-১৫০ গ্রাম বীজ প্রয়োজন।
  • বীজ বপনের ৭-১০ দিন পূর্বে প্রতি বেডে ১০০ গ্রাম টি.এস.পি, ১০০ গ্রাম এম.পি, ৫০ গ্রাম জিপসাম ও পর্যাপ্ত গোবর সার প্রয়োগ
  • করে মাটি ভালভাবে কুপিয়ে সমান করতে হবে।
  • বীজ থেকে চারা গজাতে ৬-১৪ দিন সময় লাগে।
  • শীতকালীন টমেটো চাষের জন্য কার্তিক-অগ্রাহায়ণ এবং আগাম চাষের জন্য শ্রাবণ-ভাদ্র মাসে বীজ বুনতে হবে।
  • ৩/৪ দিন পর পর প্রয়োজন অনুসারে ঝরনার সাহায্যে বীজতলায় সেচ দিতে হবে।