বীজ বপন

  • প্রতিটি মাদায় ২/৩ বীজ বপন করতে হবে।
  • লতানো জাতের জন্য ১০-১২ ফুট দূরত্বে মাদা বসানো যেতে পারে।
  • ঝোপালো জাতের বীজ সারিতে ১ ফুট দূরত্বে বোনা উচিত।
  • বপনের পূর্বে বীজ ২৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং জমির জো অবস্থায় বীজ বপন করতে হবে।
  • বপনের সময় : ফাল্গুন-জ্যৈষ্ঠ (১৫ ফেব্রুয়ারী -১৫ জুন) পর্যন্ত শশার বীজ বপনের উপযুক্ত সময়।