বাঁধাকপরি সরুই পোকা

 (Diamond Back Moth)(Plutella xylostella)

ক্ষতির লক্ষণ

  • পোকার কীড়া বাঁধাকপির পাতার উপরের ত্বক বা সবুজ অংশ কুড়ে কুড়ে খায় ফলে পাতা ঝাঝরা হয়ে যায়।
  • আক্রান্ত পাতা সবুজ রংবিহীন জালের মত দেখায় এবং অধিক আক্রান্ত কপি খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়।
  • আক্রমনের মাত্রা বেশী হলে পাতা শুকিয়ে মরে যায়।

দমন ব্যবস্থাপনা

  • ফসল সংগ্রহের পর ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলা এবং পরে জমি ভাল করে চাষ করা।
  • কীড়া এবং ডিম সম্ভব হলে হাত দিয়ে পিষে মারা।
  • বাধাঁকপির সরুই পোকা দমনের জন্য  অনুমোদিত কীটনাশক মাত্রানুযায়ী ব্যবহার করতে হবে।