আনত পরিচর্যা

সেচ ও আগাছা ব্যবস্থাপনা

  • কলা ক্ষেতে সাধারণত কাটানটে, শাকনটে, ছাগলগাছা, ভেদাইল, ক্ষুদে শ্যামা, দুর্বা, আংগুলী ইত্যাদি আগাছা দেখা যায়।
  • সমাধান : গ্রামোক্সোন (৩.০ লিটার/হেক্টর) - আগাছা দমনের জন্য প্রতি লিটার পানিতে ৩ এমএল হারে গ্রামোক্সোন মিশিয়ে ব্যবহারের
  • নিয়ম মেনে সেপ্র করতে হবে।
  • চারা রোপণের পর মাটিতে পর্যাপ্ত রস না থাকলে এবং শুকনো মৌসুমে ১৫-২০ দিন পর সেচ দিতে হবে।
  • তাছাড়া গাছের গোড়া ও নালার আগাছা সব সময় পরিষ্কার রাখা প্রয়োজন।
  • মোচা আসার আগ পর্যন্ত গাছের গোড়ায় কোন তেউড় রাখা উচিত নয়।