আমরে হপার


(Idioscopus spp.)

আক্রমনেরলক্ষণ

  • নিম্ফ ও পূর্নাঙ্গ হপার পাতা ও মুকুলের রস চুষে খায়।
  • আক্রান্ত মুকুল বাদামী রং ধারণ করে শুকিয়ে যায় ফলে মুকুলে ফল আসতে পারে না।
  • হপার থেকে নিসৃত লালায় মধু জাতীয় পদার্থ থাকায় ছত্রাকের আক্রমনে শুটি মোল্ড তৈরী হয়।

দমনব্যবস্থাপনা 

  • ক্যারাটে ২.৫ ইসি- প্রতি লিটার পানিতে ১ এমএল হারে ক্যারাটে মিশিয়ে গাছ ভালভাবে ভিজিয়ে সেপ্র করতে হবে।
  • আমের মুকুল ৩-৪ ইঞ্চি লম্বা হলে প্রথমবার এবং প্রথম সেপ্রর ৩০ দিন পর দ্বিতীয়বার স্প্রে করতে হবে।